নগর কৃষক লীগের কর্মীসভায় খালেক
খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। তিনি বাংলার কৃষক সমাজকে শোষণের হাত থেকে মুক্ত করতে এবং কৃষক সমাজ যেন তাদের ন্যায্য হিস্যা বুঝে পায় সেজন্য কৃষক লীগ গঠন করেছিলেন। তিনি কৃষকের ভাগ্যের উন্নয়ণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন।
তিনি আরো বলেন, আপনারা আমাকে মেয়র বানিয়েছেন। আমি ৩১নং ওয়ার্ডের উন্নয়নে ব্যাপক কাজ করেছি। ইতোমধ্যে ওয়ার্ডের ৩৩টি রাস্তার কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে উন্নয়ন কাজ চলছে। আমি আমার কথা অনুযায়ী কাজ করেছি। খুলনার উন্নয়নে কাজ করে যেতে চাই। সারা জীবন খুলনাবাসীর সেবা করে যেতে চাই। আগামীতেও খুলনার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর ৩১নং ওয়ার্ডের বান্দাবাজারে মহানগর কৃষক লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগের সহ-সভাপতি এড. আইয়ুব আলী শেখ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, ৩১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর কৃষক লীগের আহŸায়ক এড. এ কে এম শাহজাহান কচি। বিশেষ বক্তার বক্তৃতা করেন নগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক এ বি এম আদেল মুকুল।
৩১নং ওয়ার্ড কৃষক লীগের আহŸায়ক মোঃ কাইয়ুম মোলার সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, ৩১নং ওয়ার্ড মহিলা আ’লীগের সভাপতি সাথী আক্তার, সাধারণ সম্পাদক মাকসুদা খানম পাখী, যুবলীগ নেতা মিজানুর রহমান সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, মহানগর ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন মোলা ও ছাত্র নেতা মাসুদ আহমেদ সজল।
মহানগর কৃষক লীগের সদস্য কানাই রায় এবং ৩১নং ওয়ার্ড সদস্য সচিব মাষ্টার নজরুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাফায়েত হোসেন, শফিকুল ইসলাম টিটো, খান মোঃ কবির হোসেন, সাহেবুর রহমান পিটু মোলা, মোঃ শরিফুল ইসলাম মুন্না, রফিকুল আলম, ইউনুছ আলী, উকিল উদ্দিন, আইয়ুব আলী, মোঃ আলী বাবু, নাসির হোসেন, এনামুল কবির, শেখ হারুন মানু, অনিক রায়, মোঃ মনিরুল ইসলাম গাজী, আবু বক্কর সিদ্দিকী বাবুল, মোঃ আবু নাঈম, মোঃ সেলিম মুন্সি, মোঃ শামছুজ্জোহা বাঙালি, মোঃ লুৎফর রহমান, বাবুল হোসেন, আবু হাসান, বাবুল ফরাজী, মোয়াজ্জেম হোসেন, রাজা হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মোঃ কাইয়ুম মোলাকে সভাপতি এবং মাস্টার নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১নং ওয়ার্ড কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত