বিশ্ব ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা’-তে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বলিউডের কিং খান, শাহরুখ খান। কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা এই তারকা এতদিন নানা আন্তর্জাতিক সম্মাননা পেলেও মেট গালার মঞ্চে কখনো দেখা যায়নি তাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে ২০২৫ সালের মেট গালায়।
সব্যসাচীর নকশায় সাজবেন শাহরুখ
এবারের মেট গালার জন্য শাহরুখ খানকে সাজাবেন ভারতের জনপ্রিয় বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ 'ডায়েট সব্য' প্রথম এ খবর প্রকাশ করে। তাদের পোস্টের এক লাইনে লেখা হয়, “দ্য কিং ইজ কামিং টু মেট!” — যা মুহূর্তেই ভাইরাল হয়। পরে শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানির একটি পোস্টে ‘লাইক’ দেওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে আন্তর্জাতিক মিডিয়ায় খবরটি নিশ্চিত হয়।
বলিউডের ইতিহাসে প্রথম পুরুষ প্রতিনিধি
শাহরুখের আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট মেট গালার লাল গালিচায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তবে শাহরুখ হচ্ছেন বলিউডের ইতিহাসে প্রথম পুরুষ তারকা, যিনি এই মর্যাদাপূর্ণ আসরে হাঁটবেন।
কী ধরনের পোশাকে হাজির হবেন কিং খান — তা নিয়ে ভক্তদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
২০২৫ সালের মেট গালার থিম ও বিশেষ আয়োজন
২০২৫ সালের মেট গালার থিম হলো "Theilored for You" — অর্থাৎ "আপনার জন্য সাজানো"। এ থিমে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন উদযাপন করা হবে।
এবারের মেট গালা কো-চেয়ার হিসেবে থাকছেন ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো, এস্যাপ রকি এবং বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
প্রতিবছর প্রায় ৪০০ তারকাশিল্পী মেট গালায় অংশ নেন। একজনের একক টিকিটের মূল্য প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার, আর কর্পোরেট টেবিল বুকিং শুরু হয় ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে। তবুও বিশ্ব তারকারা বছরের পর বছর অপেক্ষা করেন এই মঞ্চে হাঁটার সুযোগের জন্য — কারণ মেট গালা শুধু ফ্যাশনের উৎসব নয়, এটি সম্মানের প্রতীক।
সবচোখ এখন ৫ মে'র সন্ধ্যার অপেক্ষায়
নিউইয়র্কের আকাশে উজ্জ্বল আলো ঝলমল করবে ৫ মে’র সন্ধ্যায়। ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লাল গালিচা। আর তখনই বিশ্বের সামনে উন্মোচিত হবে কিং খানের মেট গালা অভিষেক — যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: “কিং খান জয় করলেন মেট গালা।”
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত