বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার। অংশগ্রহণকারী কয়েক দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সে তালিকায় নাম লেখাল খুলনা টাইগার্স। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন ইয়াসির রাব্বি।
বলা হচ্ছিল, খুলনা দলটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত ইয়াসিরের কাঁধেই উঠল গুরুদায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।
খুলনা টাইগার্স-
সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত