
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্যদিকে রায়ের অনুলিপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সিইসি বলেন, আপিল বিভাগের রায়ের কপি এখনও পাইনি। এটা পাওয়ার পরে কী রায় আসে, কী ধরনের সিদ্ধান্ত আসে তার আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় তাই করব। মিডিয়ার হেডলাইন দেখে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্যও করতে চাই না।
ইসির আইনজীবী আদালতে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, আইনজীবীর সঙ্গে কথা হয়নি।
ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে আজ একাধিকবার ইসির আইন শাখার সঙ্গে বৈঠক করেন সিইসি। এছাড়া তিনি আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকেরা তাকে নানা প্রশ্ন করলেও এড়িয়ে যান সিইসি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত