ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের তৃতীয় দফা শান্তি সংলাপ কোনো চুক্তি বা সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, পুরো সংলাপ ‘অচলাবস্থায়’ শেষ হয়েছে।
শনিবার পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা পরিপূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে। আমাদের সংলাপ অনির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে, এর আর কোনো ভবিষ্যৎ নেই।”
গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওই সংলাপে অংশ নেয় দুই দেশের সরকারি প্রতিনিধি দল। আলোচনার মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করা। কিন্তু শেষ পর্যন্ত কোনো লিখিত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
আসিফ বলেন, “আমরা সন্ত্রাস দমন বিষয়ে আফগানিস্তানের সহযোগিতা চেয়েছিলাম, কাতার ও তুরস্কও আমাদের অবস্থানকে সমর্থন করেছে। কিন্তু যখন শান্তি চুক্তি স্বাক্ষরের কথা এলো, তখন আফগান পক্ষ পিছিয়ে যায়।”
তিনি আরও বলেন, “তারা চান আমরা তাদের মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা রাখি। কোনো আন্তর্জাতিক সংলাপ কি লিখিত চুক্তি ছাড়া হয়?”
তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় ও মদত দিচ্ছে।
সম্প্রতি পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হওয়ার পর দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের সেনাসদস্যসহ শতাধিক হতাহতের ঘটনা ঘটে।
খাজা আসিফ সতর্ক করে বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট— আফগান ভূখণ্ড যেন আর কখনও পাকিস্তানে হামলার জন্য ব্যবহার না হয়। যদি তা ঘটে, আমরা সমুচিত জবাব দেবো।”
সূত্র : জিও নিউজ


