জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনা-৩ আসনের নির্বাচনী কার্যক্রম শুরু করলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন। তিনি গতকাল বুধবার সকাল ৭টায় খুলনা-৩ আসনের দৌলতপুরের মহেশ্বরপাশায় অধ্যাপক আবু সুফিয়ানের কবর জিয়ারত করেন। এ সময়ে তিনি এলাকায় উপস্থিত দলীয় নেতা কর্মীর সাথে মতবিনিময় করেন।
এসময়ে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বার প্রধানমন্ত্রী করতে খুলনা-৩ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমাদের অভিভাবক বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে এ অঞ্চলে নৌকাকে বিজয়ী করবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ক্যাম্পেইন করতে হবে এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট সংখ্যা বাড়াতে হবে। এখন থেকেই সেই প্রস্তুতি সকলকে গ্রহণ করতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাউন্সিলর শাহাদত হোসেন মিনা, আসিফুর রহমান, আব্দুর রউফ মোড়ল, মফিজুর রহমান হিরু, মফিজুর রহমান জিবলু, কাউন্সিলর মুন্সি মনিরুজ্জামান মুকুল, আবু জাফর, মাকসুদ হাসান পিকু, মোঃ ওহিদুজ্জামান, হারুনুর রশীদ হাওলাদার, জাফর ইকবাল মিলন, কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম রব্বানি টিপু, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর মুনিরা বেগম, কাউন্সিলর সাহিদা বেগম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি দুপুর আড়াইটায় রিটার্নিং অফিসার ও খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের অন্য কোন পথ নেই। তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে জনগণ উন্নয়নের অগ্রযাত্রা দেখে স্বাধীনতার নৌকা, মুক্তিযুদ্ধের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকার পক্ষে রায় দিবে।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মু্িক্তযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, এ্যাড. আইয়ুব আলী শেখ, আওয়ামী লীগ নেতা মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মোঃ মনিরুল ইসলাম বাশার, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিসুর রহমান, তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, ফয়েজুল ইসলাম টিটো, রনজিৎ কুমার ঘোষ, মোঃ সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, সোহেল বিশ্বাস, মেহেদী হাসান রাসেল, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত