উপহারের আরো ছয় লাখ ডোজ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দু’টি পরিবহন প্লেন।
আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনা ভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনার জন্য চীনের উদ্দেশে শনিবার (১২ জুন) রাতে ঢাকা ছাড়বে।
সংশ্লিষ্টরা জানান, আগামী রোববার (১৩ জুন) দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের এ ছয় লাখ টিকা দেশে পৌঁছানোর কথা।
এর আগে গত ১২ মে প্রথম দফায় চীন সরকারের উপহারের পাঁচ লাখ করোনা ভাইরাসের টিকা দেশে আসে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত