
ইউরো ২০২৮ এর উদ্বোধনী ম্যাচ হবে কার্ডিফে। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও রিপাবলিক অব আয়ারল্যান্ড এবারের যৌথ আয়োজক। এই চারটি দেশের ৯টি ভেন্যুতে হবে ২৪ দলের টুর্নামেন্ট।
গতকাল লন্ডনে পরবর্তী ইউরোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানেই উয়েফা প্রথম ম্যাচ ওয়েলসের রাজধানীতে করার সিদ্ধান্ত জানায়।
ওয়েলস ফুটবলের প্রধান নির্বাহী নোয়েল মুনি বলেছেন, ‘আমাদের ওয়েলস ভক্ত ‘দ্য রেড ওয়াল’ প্রথমবারের মতো ঘরের মাঠে একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখার স্বাদ পেতে যাচ্ছে।’
আগের আসরগুলোর মতো, স্বাগতিক দেশ এবার সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে না। তবে বাছাইপর্ব উতরে যেতে পারলে, গ্রুপের ম্যাচগুলো তারা ঘরের মাঠে খেলতে পারবে। চারটি আয়োজক দেশ ভিন্ন চারটি বাছাইয়ের গ্রুপে থাকবে।
কোয়ার্টার ফাইনাল হবে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়াম, ডাবলিনের আভিভা স্টেডিয়াম, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক ও ওয়েম্বলিতে।
ইংল্যান্ড ইউরোর টিকিট কাটলে ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে।
এছাড়া টটেনহাম হটস্পার স্টেডিয়াম, ভিলা পার্ক, এভারটনের হিল ডিকিনসন স্টেডিয়াম ও নিউক্যাসেলের সেন্ট জেমস পার্কে হবে বাকি ম্যাচগুলো।
৯ জুন শুরু হবে আগামী ইউরো চ্যাম্পিয়নশিপ। ২৪ জুন থেকে হবে শেষ ষোলোর ম্যাচ। ৩০ জুন ও ১ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ৪ জুলাই। আর শিরোপার লড়াই হবে ৯ জুলাই।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত