টলিউডে মিঠুন চক্রবর্তীর আলাদা দাপট আছে। সেখানকার পর্দা কাঁপানো অভিনেতা তিনি। পাশাপাশি বলিউডেও রয়েছে তার বিচরণ। অন্যদিকে সঞ্জয় দত্ত, সানি দেওল, জ্যাকি শ্রফ বলিউডের বড় ফ্রেমের তারকা। একসময় নিয়মিত কাঁপিয়েছেন হিন্দি সিনেমার পর্দা। এবার পুরোনো দিনের এই চার তারকাকে দেখা যাবে এক সিনেমায়।
‘বাপ’ নামের একটি চলচ্চিত্রে এক হয়েছেন মিঠুন, সঞ্জয়, সানি ও জ্যাকি। আজ বুধবার ছবিটির একটি ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে আছেন মিঠুন, সঞ্জয়, সানি ও জ্যাকি। চারজনকে এক ফ্রেমে দেখেই নেট দুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। তাদের অনুরাগীদের আনন্দ যেন আর ধরছে না।
কেউ লিখেছেন, ‘এরকম একটা ছবির অপেক্ষায় ছিলাম।’ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, ‘আশির দশকের নস্টালজিয়া ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।’
এদিকে টলি-বলির এই চার পাণ্ডবও একসঙ্গে পর্দা ভাগ করে বেশ উচ্ছ্বসিত। জ্যাকি শ্রফ ইনস্টাগ্রামে ছবির লুক পোস্ট করে লিখেছেন, ‘শুটিংয়ে ধামাকা, কিন্তু অটুট বন্ধুত্ব।’ সানি দেওলও সমাজমাধ্যমে ছবির লুক শেয়ার করে একই কথা লিখেছেন।
জানা গেছে, অ্যাকশন ঘরানার হবে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করছেন বিবেক চৌহান। নির্মাতা ছবিটির ব্যাপারে আর কোনো তথ্য দেননি। তাই এক সময়ের পর্দা কাঁপানো এই চার তারকাকে একসঙ্গে কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে— সে তথ্য জানতে আরও ধৈর্য ধরতে হবে তাদের অনুরাগীদের।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত