খুলনার কয়রা থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে। সে ৬নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।
কয়রা থানার এস আই তারিক মাহমুদ বলেন, নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ অভিযানে ৬নং কয়রা গ্রামে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত