বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশে দুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২০ হাজার নেতাকর্মী এবং সমর্থকরা এসে কুমিল্লা শহরে অবস্থান নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসা এসব নেতাকর্মীদের জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে নগরীর চর্থা এলাকায়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১২টায় ওই ক্যাম্পে গিয়ে দেখা গেছে, ২০ হাজার মানুষের জন্য রান্না করা হচ্ছে। কয়েক ধাপে রান্নার কাজ শেষ হয়ে খাওয়াও শেষ করা হয়েছে। বাকিদের খাওয়ার আয়োজন চলছে। ওই ক্যাম্পে নেতাদের চাঙা রাখার জন্য আনা হয়েছে ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি বিএনপির দলীয় বিভিন্ন সংগীত পরিবেশন করে নেতাকর্মীদের উৎসাহ দেবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার প্রায় ২০ হাজার নেতাকর্মী কুমিল্লা শহরে অবস্থান করছে। তাদের জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে চর্থা এলাকায়। এখানে ১০টি গরু জবাই করা হয়েছে, আরও করা হবে। কয়েক ধাপে খাওয়ানো হয়েছে। এখনও রান্না চলছে। বাকিদেরও খাওয়ানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমন্বয়ক কবির হোসেন বলেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইতোমধ্যে ২০ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। আগামীকাল (শুক্রবার) আরও অসংখ্য নেতাকর্মী সমাবেশস্থলে এসে উপস্থিত হবেন। তাদের সবার থাকা এবং খাওয়ার জন্য কুমিল্লা নগরীর চর্থা এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এখানে তাদের কয়েক ধাপে খাওয়ানো হয়েছে। সমাবেশ শেষ হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নেতাকর্মীদের জন্য এই ক্যাম্পে থাকা এবং খাওয়ার জন্য আয়োজন থাকবে।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত