
কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার মশান এলাকার ব্র্যাক অফিসের সামনে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি খাতুন (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা বেগম (৬৫)। আহত দুই নারী শ্রমিক হলেন- তাসলিমা খাতুন (৪৫) ও রিতা খাতুন (৩৫)। তারা স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে স্থানীয় গ্লাস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে লতিফা বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে তারা সবাই সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই নারী বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত