০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত্র ০১.০৫ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা (ট্যারা মোস্ত), পিতা-শেখ আবুল হোসেন, সাং-লবণচরা বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্তর নিকট হতে ০১ (একটি) চাপাতি আলামত উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা(ট্যারা মোস্তর) বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামী শেখ গোলাম মোস্তফা ট্যার’র নামে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা মামলা-০৮ টি, চাঁদাবাজি মামলা-০৪ টি, জালিয়াতি মামলা-০১ টি, অস্ত্র আইনে মামলা-০১ টি এবং বিভিন্ন ধারায়-১২ টি মামলাসহ সর্ব মোট ২৬ টি মামলা রহিয়াছে।
আসামী শেখ গোলাম মোস্তফার মামলাসমূহের বিস্তারিত বর্ণনা নিন্মরুপঃ-
হত্যা মামলা-০৮ টি।
১। বটিয়াঘাটা থানার মামলা নং-৩(৬)০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-৫(৬)০৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৩। খুলনা থানার মামলা নং-৭(৯)০৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড
৪। ডুমুরিয়া থানার মামলা নং-১৩(৪)০৪, ধারা-৩০২ পেনাল কোড
৫। খুলনা থানার মামলা নং-০৬(০১)০৯, ধারা-৩৪৯/৩৮৫/৩২৪/৩২৩/৩২৬/৩৭৯/৩৪ পেনাল কোড
৬। খুলনা থানার মামলা নং-০৬(১২)১২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৭। খুলনা থানার মামলা নং-০৪(০২)১০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
৮। খুলনা থানার মামলা নং-০৭(০৮)১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড
চাঁদাবাজী মামলা-০৪ টি।
১। খুলনা থানার মামলা নং-২(১)১১, ধারা-১৪৩/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-১১(৪)১২, ধারা-১৪৩/৪৪৭/৩৮৫/৪২৭/৫০৬ পেনাল কোড
৩। লবণচরা থানার মামলা নং-০১(১০)২০১৯ ইং, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৩৮৫/৩৮৭/৫০৬ পেনাল কোড
৪। খুলনা থানার মামলা নং-২৯(৮)১৩, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩৮৫/৩৮৭ পেনাল কোড
অস্ত্র মামলা-০১ টি।
১। লবণচরা থানার এফআইআর নং-১৫(১২)২০২২ খ্রিঃ; ধারা- ১৯(ব) ১৮৭৮ সালের অস্ত্র আইন
জালিয়াতি/প্রতারণা মামলা-০১ টি।
০১। খুলনা থানার মামলা নং-৫৪(০৩)২০১৯, ধারা-৪১৯/৪২০/৪৬৪/৪৬৮/৪৭০/৪৭১ পেনাল কোড
বিভিন্ন ধারায় মামলা-১২ টি।
১। খুলনা থানার মামলা নং-২২(৮)৯৫, ধারা-৩৩২/৩৫৩/৪২৭/১১৪ পেনাল কোড
২। খুলনা থানার মামলা নং-৪(৯)৯৫, ধারা-৩২৩/৩৭৯ পেনাল কোড, তৎসহ বিস্ফোরক আইনের ৩ ধারা
৩। খুলনা থানার মামলা নং-৪১(১১)৯৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৩ ধারা
৪। খুলনা থানার মামলা নং-২৪(১০)০২, ধারা-দ্রুত বিচার আইন
৫। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৬/৯ সি
৬। বটিয়াঘাটা থানার মামলা নং-৮(১)১৩, ধারা-৪২৭/৪৪৭ পেনাল কোড
৭। রূপসা থানার মামলা নং-০৬(৮)১৩, ধারা-৩৬৪/৩৪ পেনাল কোড
৮। বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালত ‘ক’অঞ্চল মামলা নং-১০(১০)১০, ধারা-১০৭/১১৭
৯। লবণচরা থানার মামলা নং-০৪(১২)২০১৫, ধারা-৩৭৯ পেনাল কোড
১০। লবণচরা থানার মামলা নং-১৪(০৯)২০১৮, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫ (৩)/২৫ডি
১১। দৌলতপুর থানার মামলা নং-১২(০৫)২০১৬, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ)/৩০
১২। লবনচরা থানার এফআইআর নং-১৪(১২)২০২২, ধারা-১৪৩/৩৪১/১০৯/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯ পেনাল কোড-১৮৬০
যে মামলায় গ্রেফতার হলো তার বিবরণ:
বাদী মোঃ মোফাজ্জেল শেখ(৬৪), পিতা-মোঃ জজ আলী শেখ, সাং-তেঁতুলতলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা লবণচরা থানায় হাজির হয়ে আসামী ১) শেখ গোলাম মোস্তফা@ট্যারা মোস্ত(৪৫), পিতা-শেখ আবুল হোসেন, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা, জেলা-খুলনা; ২) মনির(৫০), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-লবণচরা; ৩) আইয়ুব(৫৮), পিতা-অজ্ঞাত, সাং-রহমানিয়া ১ম গলি, থানা-লবণচরা, খুলনা মহানগরীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@ শামিম(৬০) প্রবাসী গত অনুমান ০৯ মাস পূর্বে বাদীর ভাই দেশে আসে। গত ২৭/০৭/২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় লবণচরা থানাধীন বান্দাবাজারস্থ বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম(৬০) এর বাড়ীর সামনে রাস্তার উপর আসামীরা অস্ত্র-সস্ত্রয় সজ্জিত হইয়া বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম এর পথরোধ করে তাহার নিকট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা চাঁদা দাবি করে। বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ@শামিম আসামীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে ১ নং আসামী বাদীর ভাইয়ের মাথা লক্ষ্য করে চাপাতি দিয়ে এবং অনান্য আসামীরা তাদের হাতে থাকা রামদা ও ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে বাদীর ভাইয়ের কাছে থাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জোর পূর্বক নিয়ে যায়। বাকি ৬,৭০,০০০/-(ছয় লক্ষ সত্তর হাজার) টাকা আসামীদের প্রদান না করে তাহলে আসামীরা তাদের দেখে নেবে, তাদের ক্ষতি করবে, প্রাণে মেরে গুম করে ফেলবে এবং বাড়ী দখল করবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উক্ত ঘটনার জের ধরে গত ০৫/০৮/২০২৩ খ্রিঃ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় উক্ত আসামীরা বাদীর ভাইয়ের বাড়ীতে আসে বাদীর ভাই মোঃ তোফাজ্জেল শেখ @ শামিম (৬০) বাড়িতে না থাকায় বাদীর ভাইয়ের ছেলে মাইনুল হাসান শেখ(১৭) আসামীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে ১নং আসামী তাহার উপর ক্ষীপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতঃ মারধর করে এবং অনান্য আসামীদের নিকট থাকা কুড়াল, শাবল, লোহার রড দ্বারা বাড়ির বেড়া ভেঙ্গে ফেলে ও বৈদ্যুতিক মিটার এর তার কেটে ক্ষতিসাধন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/ ৩৮৭/৪৪৮/৪২৭/৫০৬ (২) পেনাল কোড রুজু হয় এবং আসামী গ্রেফতার করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত