গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) এস এ ফরহাদ গুগা(৫০), পিতা-মৃত: এস এ রশিদ, সাং-মৌলভীপাড়া সুলতান আহমেদ রোড, থানা-খুলনা; ২) সরদার মোজাহিদুল ইসলাম(৩০), পিতা-সরদার নাজমুল ইসলাম, সাং-নয়াবাটি ঈদগাহ রোড সরদারবাড়ী, থানা-খালিশপুর, এ/পি সাং-আড়ংঘাটা দক্ষিণপাড়া মনিহার স্কুলের পাশে, থানা-আড়ংঘাটা এবং ৩) আবু উবাইদা(২২), পিতা-সিদ্দিক শেখ, সাং-সোনাখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-চরা হাসনাবাদ জলমা ইউনিয়ন, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩০ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত