গত ০৭/০৮/২০২৩ খ্রিঃ দুপুর অনুমান ০১.৫০ ঘটিকার সময় খুলনা থানাধীন নিরালা ১নং রোডস্থ দিঘিরপাড় লেকভিউ ফাস্টফুড এন্ড ভ্যারাইটিজ স্টোর এর সামনে ভিকটিম কোরবান@চায়না(৪০), পিতা-মোঃ এনজের আলী সরদার, সাং-বংকুরা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, এ/পি সাং-হাফিজ নগর ইউসুফ স্কুলের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’কে পূর্ব পরিকল্পিতভাবে আসামী ১) মোঃ রাতুল(২৫), পিতা-স্বপন, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা, জেলা-খুলনা; ২) হৃদয়(১৯), পিতা-ফিরোজ হাওলাদার, সাং-রাজাপুর রায়েন্দা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-২নং ব্যাংকার্স গলি ২৭ নং ওয়ার্ড, থানা-খুলনা; ৩) মোঃ জাহিদুল ইসলাম(৩৫), পিতা-মোসলেম সরদার,সাং-রোড নং-১২ নিরালা প্রান্তিকা, থানা-খুলনা; ৪) মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের(১৯), পিতা-হাফেজ আব্দুল আহাদ, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ৫) মোঃ রায়হান হামিদ(২০), পিতা-মোঃ আবুল হাসান, সাং-উত্তর হরিণটানা খানজাহান আলী স্কুল গলি, থানা-লবণচরা; ৬) রাশেদ সরদার(২২), পিতা-মাজেদ সরদার, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা; ৭) ইয়াছিন@রকি(২২), পিতা-আলমগীর, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা এবং ৮) স্বপন(৪৭), পিতা-অজ্ঞাত, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা, খুলনা মহানগরীসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে ভিকটিম কোরবান@চায়না ০৭/০৮/২০২৩ খ্রিঃ দুপুর ০৩.১৫ ঘটিকার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী শাহানা বেগম(৩৭), স্বামী-কোরবান@চায়না, সাং-বংকুরা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, এ/পি সাং-হাফিজ নগর ইউসুফ স্কুলের পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী থানায় এসে এজাহার দায়ের করলে খুলনা থানার মামলা নং-১৮, তারিখ-০৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়। অত্র মামলা রুজু হওয়ার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা থানা পুলিশ, মহানগর গোয়েন্দা বিভাগ এবং র্যা ব-৬ খুলনার যৌথ অভিযানে হত্যা মামলায় জড়িত গ্রেফতাকৃত ০৩ (তিন) জন আসামীর মধ্যে এজাহার নামীয় ২নং আসামী হৃদয়(১৯), পিতা-ফিরোজ হাওলাদার, সাং-রাজাপুর রায়েন্দা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং- ২নং ব্যাংকার্স গলি ২৭ নং ওয়ার্ড, থানা-খুলনা’কে র্যা ব-৬, খুলনা কর্তৃক, এজাহার নামীয় গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ জাহিদুল ইসলাম(৩৫), পিতা-মোসলেম সরদার, সাং-রোড নং-১২ নিরালা প্রান্তিকা, থানা-খুলনা’কে খুলনা থানা পুলিশ কর্তৃক এবং এজাহার নামীয় গ্রেফতারকৃত ৪নং আসামী মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের(১৯), পিতা-হাফেজ আব্দুল আহাদ, সাং-উত্তর হরিণটানা, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে মহানগরীর গোয়েন্দা বিভাগ কর্তৃক যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য বিশেষ পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলার বিস্তারিত তদন্ত ও পুলিশী অন্যান্য কার্যক্রম চলমান।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত