মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও কন্ট্রাক ক্লিনিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেমায়েত হুসাইন ফারুক এবং আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে হয়রাণিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারিবৃন্দ।
মানববন্ধনে আউটসোর্সিং কর্মচারিরা বলেন, তথাকথিত কিছু ভুয়া আউটসোর্সিং কর্মী যাদের কোন বৈধতা নেই তারা কিছু গুজব রটাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র করে কোম্পানির ভাবমুর্তি নষ্ট ও নিজেদের স্বার্থ উদ্ধারের অপচেষ্টা চালাচ্ছে। আমরা আউটসোর্সিং কর্মীরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোসির্ং কর্মচারি আব্দুর রহিম, আসাদুজ্জামান শেখ টিটু, সাব্বির, আসমা, রকি, মোস্তফা শেখ, দীপ্ত, সোলাইমান, রাব্বি, মাহবুব, রাকিব, মলয়, মাহফুজ, শুভ, সুজন, মামুন, সুমন, রানা, আজিম, ফরহাদ, হাসিবুর, ইব্রাহিম, মোজাহিদ, জেসমিন, রহমত, আরিফ মোল্লা, সাদ্দাম, জয়নাল, মনসুর ও গোবিন্দসহ প্রায় ১০০ জন আউটসোসির্ং কর্মচারিরা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত