বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের চতুর্থদিনে আজ বুধবার খুলনার মহানগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন খুলনার নগর ও জেলা এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ।
মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা।
শিক্ষক সমাবেশে যারা উপস্থিত ছিলেন শিক্ষক নেতা গাজী মারুফুল কবীর, মোঃ নজরুল ইসলাম, মোঃ লিয়াকত হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুন আর রশিদ, বিমান চন্দ্র নন্দী, মোঃ মুহসিন বিশ্বাস, মোঃ বাদশা খান, ফাহিমা খাতুন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ জুলফিকার আলি, মোঃ রফিকুল ইসলাম, প্রশান্ত কুমার রায়, মোঃ আব্দুল হাই গাজী, সোনিয়া সুলতানা, মোঃ মিজানুর রহমান, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত