‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ অক্টোবর) নগরীতে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। সকাল ১০ টায় বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
সকাল সাড়ে ১০ টায় ওই দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. শেখ মোঃ গোলাম হায়দার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হোসাইন শওকত।
বিশেষ অতিথি ছিলেন, ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. আব্দুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের উপ—পরিচালক অপর্না বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরিফুল ইসলাম, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি পাবলিক হেলথ এর উপ পরিচালক ডা. এ বি এম জাকির হোসেন ও খুলনা পোল্টি্র ও ফিসফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন।
বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বঙ্কিম কুমার হালদার ও ডা. পেরু গোপাল বিশ্বাস প্রমুখ। পরে বেলা ১২ টায় জিরোপয়েন্ট এর মদিনা নগর কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং লিল্লাহ বোডিং এর ছাত্রদের ডিম খাওয়ানো হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত