জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ১১ টি টিম ২০ টি প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান চালিয়ে একলাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালিত হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা থানার ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রয়েল সেভেন ট্রেডার্সকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা এবং এস এ এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে সাদিয়া টি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার ভয়না বাজার এলাকায় দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার রেল স্টেশন বাজার এলাকায় মোট ১টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার এলাকায় ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর ও লোহাগড়া উপজেলার এড়েন্দা ও চৌগাছা বাজার এলাকায় অভিযান ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় দু’টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে খোকসা উপজেলার খোকসা বাজার এলাকায় ০১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় ০৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার বাগমারা এলাকায় ০১ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত