প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় আফতাব হোসেন গোলদার নামে(৮৫) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত মনির উদ্দীন গোলদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চুকনগর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বরাতিয়া জামে মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় চুকনগর এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতি সম্পন্ন প্রাইভেটকার তাকে স্বজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়লে মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে ও একটি পা ভেঙে যায়।
আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত
©Protidin Shebok 2025