খুলনার জোড়াগেট এলাকায় সাইদুল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো সুমন মল্লিক ও আশিকুর রহমান।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামি ছাড়া সবাই পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ জুলাই খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ফল ব্যবসায়ী সাইদুলকে ধাওয়া করে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা হাজেরা বেগম ওইদিনই আটজনকে অভিযুক্ত করে খুলনা থানায় মামলা করেন।
মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের কয়েক মাস আগে প্রতিপক্ষ বাবু নামের আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার প্রতিশোধ হিসেবে সাইদুলকে হত্যার পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী ঘটনার দিন তাকে ওই স্থানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার তদন্তকালে প্রধান দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওই দুই আসামি গুলিতে নিহত হওয়ায় তাদের নাম বাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার পরিদর্শক সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত