খুলনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ক্লে রোডের মো. হাছিবুর রহমান হাছিব, ইকবাল নগরের মো. সাজ্জাদ হোসেন, দক্ষিণ টুটপাড়ার আতিক হাসান (ওরফে বান্না, ২৫), নগরীর বাগমারা এলাকার সরাফত শিকদার (৫০), মুসলমানপাড়া মেইন রোডের মো. জাকির হোসেন হাওলাদার (৫৮), বাগমারা এলাকার মো. মোজাফফর মোল্লা (৫০), খালিশপুর খান এ. সবুর রোডের হাফিজুর রহমান (৪৫), দেয়াড়া পূর্ব পাড়ার নাজিম আহম্মেদ (৪৮), বয়রা ইসলামীয়া কলেজ রোডের শেখ শাহিন শেখ (৪৩), খাঁ বাড়ি সরদার পাড়ার মো. সাঈদ ইসলাম (২৫), করিমনগরের নাজমুল মোল্যা (২৮), দৌলতপুর মানিকতলার মো. বাবু (৩০), দেয়ানা দক্ষিণপাড়ার শেখ ওহিদুজ্জামান (৭৫), পশ্চিম সেনপাড়ার নূর আলম (৪০), ঝিনাইদহ কালিগঞ্জ মিঠাপুকুর এলাকার মো. মোশারেফ হোসেন (৬২) ও আড়ংঘাটার গাইকুড় খালপাড়ের শেখ বিদ্যুৎ (৪০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। খুলনা মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চলমান। তারই অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত