সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওয়তাধীন ওপেন মার্কেট সেলের (ওএমএস) ১৪ হাজার কেজি (১৪ মেট্রিক টন) চাল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর বড় বাজারের একটি গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় গোডাউনের মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া চালের বর্তমান বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
র্যাব-৬ এর সিনিয়র এএসপি পহন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজারের একটি চালের গোডাউনে অভিযান পরিচালনা করে প্রায় ১৪ হাজার কেজি ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওএমএসের ডিলারদের কাছ থেকে বিভিন্ন সময়ে এসব চাল সংগ্রহ করে ওই গোডাউনে মজুত করা হয়েছিল। পরবর্তীতে তারা অন্য ব্র্যান্ডের বস্তায় ভরে বেশি দামে বাজারে বিক্রি করে থাকেন। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে খুলনা সদর থানায় মামলা করা হবে।
র্যাব-৬ এর প্রধান লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, দীঘদিন ধরে একটি চক্র সরকারের বরাদ্দকৃত ওএমএসের চাল গোপনে বাজারে বিক্রি করে আসছে। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে বড় বাজারের ওই গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। তারা কীভাবে এসব চাল বিক্রি করছে, কারা তাদেরকে সরকারি চাল পাইয়ে দিতে সহায়তা করছে সেসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত