ভিকটিম মোঃ মফিজুল ইসলাম (৪০) খুলনা জেলার কয়রা থানাধীন মদিনাবাদ গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি বাসায় না থাকায় গত ইং-০৫/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকা হতে ০৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা ভিকটিমের ভাড়া বাসার ঘরের দরজার ছিটকেনি ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে বাক্সের তালা ভেঙ্গে স্বর্ণলংকার, রুপা, ইমিটেশন এর গহনা ও চার্জার ব্যাটারী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ০৭/১০/২০২৫ খ্রিঃ কয়রা থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনে একটি মামলা রুজু হয়। চুরি হওয়া মালামাল উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কয়রা থানা পুলিশের ১টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭/১০/২০২৫ খ্রিঃ বিকালে কয়রা থানাধীন মদিনাবাদ গ্রাম এলাকা হতে ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম- ১। বাবু মোড়ল (৩৮) ও ২। শাহিন (৩৯) । গ্রেফতারের পর তাদের হেফাজত হতে ১। ০৫টি ছোট বড় স্বর্ণের আংটি, ২। ০১টি স্বর্ণের চেইন ৩। ০২টি স্বর্ণের লকেট, ০৪টি কানের দুল, ০১টি টিকলী, ০৩টি নাকফুল, ৪। ০৫টি রুপার নুপুর, ০৩টি রুপার চেইন, ০১টি রুপার ব্যাসলেট, ০৩টি রুপার আংটি, ০১টি রুপার বাজু, ৫। ০৩টি ইমিটেশন এর বালা, ০১টি ইমিটেশন এর ব্যাসলেট, ০২টি ইমিটেশন এর আংটি ও ৬। ০১টি চার্জার ব্যাটারী উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত