
শিক্ষার্থীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন রূপে যাত্রা শুরু করলো খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। আধুনিক সেবার পরিধি বাড়াতে সংযোজন করা হয়েছে চারটি নতুন ইউনিট—চক্ষু, ডেন্টাল এক্স-রে, ডিজিটাল এক্স-রে এবং ড্রেসিং ও স্টেরিলাইজেশন ইউনিট (মিনি ওটি)।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এসব ইউনিট উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নবসংযোজিত প্রতিটি ইউনিট পরিদর্শন করেন এবং পরে মেডিকেল সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নতুন চারটি ইউনিট সংযোজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এক নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে ড্রেসিং ও স্টেরিলাইজেশন ইউনিট চালুর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও আধুনিক ও কার্যকর হবে।” তিনি চিকিৎসক ও নার্সদের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা এবং সঞ্চালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত