খুলনা শহর ও জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোরে খুলনা শহরের সদর থানার এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ‘শাকিল গ্রুপ’-এর প্রধান শাকিল শেখ (৪১) সহ চারজনকে গ্রেপ্তার করে। অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন শাকিলের সহযোগী শাহিদুল ইসলাম খোকন (৩৪), মো. শাকিল (২৩), এবং প্রতিদ্বন্দ্বী ‘আশিক গ্রুপ’-এর সদস্য ইয়াসিন আরাফাত (২৭)।
তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল ও ম্যাগাজিন, একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ডামি রিভলভার, একটি স্টান গান, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন।
অপরদিকে, একইদিন সকালে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মথবাটি গ্রামে সেনাবাহিনী ও পাইকগাছা থানা পুলিশের যৌথ অভিযানে রাসময় বিশ্বাস (৫৫), পritom বিশ্বাস (৩০) এবং দেবব্রত বিশ্বাস (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি পাইপগান, পাঁচটি ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরক তৈরির উপকরণ, মাদক সেবনের সরঞ্জাম, তিনটি মোবাইল ফোন এবং তিনটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে জানান পাইকগাছা থানার তদন্ত কর্মকর্তা ইদ্রিছুর রহমান।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত