খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের সব ধরনের তথ্য জনগণের জানার অধিকার আছে। তথ্য জানাতে প্রয়োজনীয় লোকবল, প্রযুক্তিগত সুবিধা সবই কেসিসি’র আছে। কেসিসি’র তথ্য প্রদান কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কেউ তথ্য জনানোর দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের কাছে সিটি কর্পোরেশনের তথ্য আরো ব্যাপকভাবে পৌঁছে দেবার উদ্দেশ্যে একটি পত্রিকা প্রকাশের বিষয় সিটি কর্পোরেশনের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি বুধবার দুপুরে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নাগরিক ফোরামের আয়োজনে রূপান্তর ও দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় “সুশাসন উন্নয়নে জনসম্পৃক্তকরণ” প্রকল্পের কেসিসি’র কর্মকর্তাদের সাথে তথ্য অধিকার ও তথ্য প্রচারে সংবেদনশীলতা বিষয়ক ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। নাগরিক ফোরাম খুলনা মহানগরের সদস্য সচিব এড. সেলিনা আক্তার পিয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বক্তৃতা করেন কেসিসি’র আইটি কর্মকর্তা শেখ হাসান হাসিবুল হক, গণসংযোগ দপ্তরের গোলাম মোস্তফা, সাংবাদিক হাসান হিমালয়, খলিলুর রহমান সুমন, শহীদুল হাসান, আব্দুর রাজ্জাক, নাগরিক ফোরাম নেতা হাসান হাফিজুর রহমান, রফিকুল ইসলাম বাবুসহ নাগরিক নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র কর্মকর্তাবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকার ও তথ্য প্রচারে সংবেদনশীলতা বিষয়ক উপস্থাপনা করেন রূপান্তর-এর পিস কর্মসূচির পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত