চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি দলীয় অবস্থান তুলে ধরতে সোমবার বিকেল চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত