
আজকের সকালটা কিছুটা ব্যতিক্রম। অন্যান্য দিন সকালে কুয়াশা ঢাকা থাকলেও আজ রোববার সকাল থেকে সূর্যের আলো ঝলমল করছে, তবে ঠান্ডা অনুভূত হচ্ছে। এমন দিনে সকাল ৯টার মধ্যেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। বিএনপি আয়োজিত তারেক রহমানের মহাসমাবেশ যোগ দিতে পলোগ্রাউন্ড মাঠে ভিড় জমিয়েছেন তারা।
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা থেতে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবকনদলের সদস্য সচিব হাবিবু রহমান। তিনি সমকালকে বলেন, রোববার রাতে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। ভোরে তারা চট্টগ্রামে পৌঁছান। পাঁচটি বাসে করে নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।
রাঙামাটি কলেজ গেইট এলাকা থেকে এসেছেন খুকু চাকমা। তারা ভোররাতে রওনা দিয়ে সকাল সাতটার দিকে চট্টগ্রামে পৌঁছান। এভাবে বৃহত্তর চট্টগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। ফলে ভোর থেকেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা মানুষে ভরে গেছে।
আজ রোববার সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই মঞ্চের কাছাকাছি জায়গা পেতে আগেভাগেই অনেক নেতাকর্মী সকালের প্রচণ্ড শীত উপক্ষো করে চলে আসেন সমাবেশস্থলে। মাঠের আশেপাশে গাড়ি রেখে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকের হাতে হাতে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক। মঞ্চের এক পাশে গুম ও শহীদ পরিবারেরর সদস্যদের আলাদা করে বসানোর ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে চলে আসেন তিনি। রাতযাপন করেন পাঁচ তারকা একটি হোটেলে।
সমাবেশে ১০ থেকে ১৫ লাখের বেশি জনসমাগম ঘটবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত