শরণখোলা প্রতিনিধি
জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শরণখোলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি মাইনুল ইসলাম টিপু। এ সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ খালেক, ওয়াদুদ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম খান, উপ প্রচার সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, সাউথখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু রাজ্জাক আকন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাজু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি হেলাল তালুকদার, যুবলীগ নেতা জিয়া উদ্দিন তালুকদার, তাতী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন জোমাদ্দার ও ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
নেতৃবৃন্দ বলেন, ১৫ আগষ্ট ও ৩রা নভেম্বরের নারকীয় হত্যাযজ্ঞ একই সূত্রে গাঁথা।
সভা শেষে ১৫ আগষ্ট, ৩রা নভেম্বরের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত