
খেলাধুলায় ‘জেনুইন অলরাউন্ডার’ জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। জাতীয় দলের হয়ে হকি খেলেছেন। কাবাডি খেলতে পারেন। অ্যাথলেটিকসেও পারদর্শী। শুধু খেলতে পারেন বললে ভুল হবে। তিনি ২০২৩ সালের যুব গেমসে হকি, কাবাডি ও শট পুটসে স্বর্ণজয়ীও। ওই জয়িতা এবার ডাক পেলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলে।
নেপালে আগামী ১৮ জানুয়ারি থেকে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের ১৫ জনের দলে আছেন জয়িতা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলা এই নারী ক্রীড়াবিদকে টপ অর্ডারে ঝড়ো ব্যাটিংয়ের বিবেচনায় দলে নিয়েছেন নির্বাচকরা।
গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়িতার পারফরম্যান্স গড়পড়তা ছিল। ৬ ইনিংসে ৭০ রান করেছিলেন তিনি। তার জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছে সর্বশেষ এনসিএল টি-২০। ৭ ইনিংসে ১৮৯ রান করেছেন তিনি। ১৩১.২৫ স্ট্রাইক রেট নজর কাড়ার মতো।
ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার হিসেবে জয়িতা বিশ্বকাপ বাছাইয়ের ২০ জনের ক্যাম্পে ডাক পান। ক্যাম্পে ভালো করে সুযোগ পেলেন জাতীয় দলে। অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টে খেলার সুবাদে ব্যাট হাতে বড় শট খেলতে পারেন জয়িতা। বিসিবির নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘জয়িতা দারুণ প্রতিভাবান। তার হাতে জোর ভালো। ওপেনিং বিবেচনায় তাকে দলে যুক্ত করা হয়েছে। পাওয়ার প্লেতে সে ভালো শুরু এনে দেওয়ার সামর্থ্য রাখে।’
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত