খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান রবিবার (১২ অক্টোবর ) সকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী। ইপিআই এর আওতায় যে টিকা দেওয়া হচ্ছে তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আমরা সফলতা অর্জন করেছি। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। সরকার এ রোগ নির্মূলে কাজ করে যাচ্ছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো শিশু যেন টিকাদান ক্যাম্পেইনে বাদ না পড়ে, সেজন্য প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। গুজবে কান না দিয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ে প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৪৩ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০ জেলার ২৮ লাখ ৯৭ হাজার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৩ লাখ ৮৭ হাজার ৫৩৩টি কমিউনিটি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। খুলনায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।
টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় টিকা প্রদানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, যুগ্মসচিব (প্রকল্প বাস্তবায়ন ও জনস্বাস্থ্য) মো. সফিউল আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. খালেদ হোসেন, ইউনিসেফের খুলনা চিফ মো. সাজিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত