টাঙ্গাইলে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেনসিডিলসহ দুই কিশোরকে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। রোববার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের র্যাব-১২ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
দুই কিশোর হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়োজিদ (১৬) ও মৃত শাহিন ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম(১৪)। তারা ঠাকুরগাঁও পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আসলামপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এর আগে, শনিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইলও জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য শনিবার রাতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে একটি সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়।
অভিযানে ১১৯ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ উল্লেখিত কিশোরদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইলও জব্দ করা হয়। পরে দুই কিশোরের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত