দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক এর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ব্যবহারকারীরা টেলিটক এর ওয়েবসাইটে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিশ দেখতে পান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্ক্রিনশট অনেকে শেয়ার করেন। সেখানে লেখা ছিল ‘হ্যাকড বাই রাশিয়ান হ্যাকারস।
হ্যাকিংয়ের পর টেলিটক কর্তৃপক্ষ ওয়েবসাইট পুনরুদ্ধারে কাজ শুরু করেছে। সন্ধ্যায় ওয়েবসাইটে নোটিশে লেখা দেখা যায়, ‘উই উইল বি রাইট ব্যাক! উই আর কারেন্টলি ডাউন ফর মেন্টেইনেন্স, চেক ব্যাক সুন!
এ বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, তাদের কাজ চলছে, শিগগিরই ওয়েবসাইট আবার স্বাভাবিক হবে।
পিএসএন/এমঅাই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত