মুক্তির অপেক্ষায় আছে বলিউড তারকা অজয় দেবগনের সিনেমা ‘থ্যাঙ্ক গড’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। তাতেই বেঁধেছে বিপত্তি। দর্শকের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে ছবির ট্রেলার প্রকাশ করা হয়। তবে অজয়ের ক্ষেত্রে হলো উল্টো। ট্রেলার প্রকাশ পেতেই তার নামে মামলা ঠুকে দিয়েছেন এক আইনজীবী।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে মামলা করা হয়েছে অজয়ের নামে। তবে আসামি শুধু তিনিই না। পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নামও রয়েছে তালিকায়। জৌনপুর আদালতে মামলাটি করেছেন আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব।
এ প্রসঙ্গে হিমাংশু বলেন, ‘ট্রেলারে চিত্রগুপ্তের চরিত্রে দেখা যায় অজয় দেবগনকে। একটি দৃশ্যে তিনি কৌতুক করতে করতে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। চিত্রগুপ্তকে কর্মের প্রভু হিসেবে গণ্য করা হয়। একজন মানুষের ভালো-মন্দ কাজের রেকর্ড রাখা হয়। ঈশ্বরের এই ধরনের চিত্রায়নে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।’
চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র, রকুল প্রীত সিংহ প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ‘মানিকে মাগে হিতে’ খ্যাত গায়িকা ইয়োহানি ডি সিলভা।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত