
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
৩০ জানুয়ারি (শুক্রবার) ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া কলেজ, ডুমুরিয়ার অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ সোহেল সামাদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল, ডুমুরিয়া থানা ইনচার্জ (ভারপ্রাপ্ত)সহ উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত