
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নগরীর শিববাড়ি মোড়ে আপ বাংলাদেশ খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আপ বাংলাদেশ খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল আহমেদ, খুলনা জেলা সদস্য সচিব তারিকুল ইসলাম সৌরভ, যুগ্ম আহ্বায়ক মো. তন্ময়, মহানগর যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ শুভ সিফাত, রুহুল আমিন ও রায়হান মুজিব প্রমুখ।
এর আগে বিকেল ৫টার দিকে নগরীর শিববাড়ি এলাকায় জুলাইয়ের সহযোদ্ধা ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি তেতুলতলা মোড় প্রদক্ষিণ করে আবার শিববাড়ি চত্বরে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ খুলনার প্রতিনিধি মো. গালিব, আগুয়ান ৭১-এর ডা. আব্দুল্লাহ চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহরম হাসান মাহিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ফুহাদ আলম রনি, সিমান্ত হাসান সুজন, খুলনা জেলা এনসিপি সদস্য এসকে তামান্না ও বিথী খাতুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত