ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের ইউটনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের ইউটনের সামনে দুইটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলচ্ছিল। এসময় ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন যাত্রীবাহী বাসের সামনে হঠাৎ করে মোটরসাইকেল দুইটি চলে যায়। বাসচালক মোটরসাইকেল দুটি রক্ষা করতে গিয়ে সামনে অপেক্ষমান ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। অপেক্ষামান ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন। মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত