 
    
সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুণ আলো খুলনা’-এর উদ্যোগে মসজিদগামী কোমলমতি শিশুদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে।
সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। ধর্মীয় জ্ঞানচর্চায় শিশুদের আগ্রহ বাড়াতে এবং নৈতিক মূল্যবোধে তাদের উদ্বুদ্ধ করতেই সংগঠনটির এই মহৎ উদ্যোগ। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ আলো খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাওসার মিজু এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইমরান খাঁন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তারা শিশুদের হাতে ইসলামিক নামাজ শিক্ষা ও নৈতিকতা বিষয়ক বই তুলে দেন। মোঃ ইমরান খাঁন বলেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ। ইসলামি আদর্শ ও সঠিক মূল্যবোধে তাদের গড়ে তুললে সমাজ হবে আলোকিত।” স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তরুণ আলো খুলনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত

 
                                    