
দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চরমপন্থী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এলফা বাহিনীর শীর্ষ নেতা এলফাজুর রহমান ওরফে এলফা (৪৮) কে আটক করেছে যৌথবাহিনী। সে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে হত্যা মামলায় প্রায় ১০ বছর কারাভোগ করেছে।
জানা গেছে চরমপন্থী এলফা শনিবার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ১টি, আধার কার্ড ২টি, ইনকাম ট্যাক্স কার্ড ১টি, এটিএম কার্ড ২টি, একটি দেশীয় দা, অজ্ঞাত মেডিসিন ৫ প্যাকেট, অজ্ঞাত ট্যাবলেট ৫ পাতা এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক এলফাজুর রহমান দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের নেছার উদ্দিনের পুত্র।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় এক সময় এলফার নেতৃত্বে দিঘলিয়ার লাখোয়াটিতে গঠিত এলফা বাহিনীর মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হতো। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সিন্ডিকেট পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে তিনি একপর্যায়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে একটি খুনের মামলায় প্রায় ১০ বছর কারাভোগ করেন। এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলাসহ বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে। আটক চরমপন্থী নেতা এলফার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত