রাজধানীর পুরান ঢাকার আদালতপাড়ায় দিন-দুপুরে পুলিশের কাছ থেকে আলোচিত দীপন হত্যা মামলার দুই আসামিকে জঙ্গিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) রাতে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন লালবাগের কোতোয়ালি জোনের এডিসি সাইফুর রহমান।
পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় আসামি ২০ থেকে ২২ জন।
আরও পড়ুন: পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
এদিকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় যে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যারা গ্রেফতার আছে তাদেরসহ আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। যারা জঙ্গিদের ছিনিয়ে নিয়ে গেছে তাদের ব্যাপারে ভালো তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আমাদের পুলিশ কাজ করছে।
গোলাম ফারুক জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং খুব শিগগির পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের খুঁজে বের করা সম্ভব হবে।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রোববার (২০ নভেম্বর) তাদের হাজিরা ছিল। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যেতে সক্ষম হয় তারা। এসময় পুলিশের এক সদস্য আহত হন।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হচ্ছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
এদিকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় আরোপ করা হয়েছে বাড়তি সতর্কতা। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত