নগরীর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাওয়ার হাউজ মোড় এলাকার অন্তঃসত্ত¡া গৃহবধূকে ধর্ষণ মামলার আসামিকে ৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন শাহ আলম আকন (৬২)।
র্যাব-৬ জানায়, ৫ নভেম্বর রাতে সদর থানাধীন পাওয়ার হাউজ মোড় এলাকায় একজন অন্তঃসত্ত¡া গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা করে। যাওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে শাহ আলম আকন পাওয়ার হাউজ মোড়ে একটি অন্ধকার গলিতে ভিকটিমকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে শাহ আলম আকনকে গ্রেফতার করা হয়। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত