বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে আলু, দেশি পেঁয়াজ ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কসমেটিকস বিক্রির অপরাধে মাধবী কসমেটিকসকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের অপরাধে ফাতেমা সিড হাউজকে ১ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সমীরণ স্টোরকে ১ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব, কৃষি বিপণন কর্মকর্তা জনাব শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জনাব জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত