
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল। গতকাল দুপুর আড়াইটায় রিটার্নিং অফিসার ও খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনায় ইতিমধ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, ক্যান্সার ইন্সিটিটিউট, ডেন্টাল হাসপাতাল, রূপসা হাইটেক আইটি পার্ক, শেখ রাসেল ইকো পার্ক, নগরঘাট ঝুলন্ত ব্রীজ, খুলনা-মোংলা রেললাইনসহ অনেক উন্নয়ন কাজ করা হয়েছে। এরপরও আমাদের কাছে উন্নয়নের চমক রয়েছে। আগামী নির্বাচনে নির্বাচিত হলে আরো চমক দেখাবো। তিনি বলেন, খুলনার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করবো। খুলনার অর্থনৈতিক উন্নয়নের জন্য আরো শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এতে করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তিনি সুন্দরবন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বলেন, কক্সবাজারের মতো সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সেখ সালাহউদ্দিন জুয়েলের সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা, শেখ বেলাল উদ্দিন বাবু, আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ সৈয়দ আলী, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মোঃ মনিরুল ইসলাম বাশার, শহীদুল ইসলাম বন্দ, এস এম আনিসুর রহমান, তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, ফয়েজুল ইসলাম টিটো, রনজিৎ কুমার ঘোষ, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, মোঃ সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, শেখ মোহাম্মদ আলী, সোহেল বিশ্বাস, মেহেদী হাসান রাসেল, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
তিনি এর আগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত