
আমরা যারা রাজনীতি করি, আমাদের অবশ্যই আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিতে হবে। তা না পারলে আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব হারাবে। নগরীর দৗলতপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
গতকাল শনিবার রাতে দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি এম মুর্শিদ কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষক এবং অভিভাবকদের নিরলস পরিশ্রমে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের জন্য একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর বাংলাদেশ গঠন করা আমাদের রাজনৈতিক দায়িত্ব। যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের এবং যাঁরা সন্তানদের পেছনে অক্লান্ত পরিশ্রম করেন, সেই মা-বাবাদের সম্মান না করলে জাতি সম্মানিত হয় না। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের সামনের কাতারে থেকে মেধাবীদের জন্য পথ তৈরি করে দিতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা চাই না, সুযোগের অভাবে আমাদের কোনো মেধাবী সন্তান ঝরে পড়–ক। বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সন্তানদের সাফল্যের পেছনে মায়েদের ভূমিকার কথা স্মরণ করে সকল মায়ের প্রতি সালাম জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর মহিলা দলের আহŸায়ক নার্গিস আলী, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি, অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত