ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে বসেন ট্রাম্প। এরআগে হোয়াইট হাউজের লনে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প উত্তর দেন যুদ্ধবিরতির ব্যাপারে তিনি খুবই আত্মবিশ্বাসী।
ট্রাম্পের চাপে বেকায়দায় নেতানিয়াহু, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হচ্ছেন।
ট্রাম্পের চাপে পড়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে অনেকটা বাধ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। তারা হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দ্বারপ্রান্তে আছেন নেতানিয়াহু। যা আজই ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এক্সিওস জানিয়েছে, নেতানিয়াহু এখন বেকায়দায় আছেন। হয় তাকে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে হবে। নয়ত ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াতে হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন।
গতকাল এক্সিওসকে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি চুক্তির শেষ পর্যায়ে আছেন তারা এবং নেতানিয়াহু এই কার্যক্রমের সঙ্গে আছেন। তবে নেতানিয়াহু এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো অস্পষ্ট ছিল।
গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং তার জামাতা জের্ড ক্রুসনারের সঙ্গে নেতানিয়াহুর দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সেসব বিষয় নিয়ে মতপার্থক্য ছিল সেগুলো ওই আলোচনার পর সংকীর্ণ হয়ে এসেছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারাও বলেছেন, আজ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত