সুপার টুয়েলভের শেষ ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেলো টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপুর্ণ ব্যাটার লিটন কুমার দাস।
টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। 'গ্রুপ-বি' এর এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আসরের শেষ চারে খেলার সুযোগ আছে দুই দলেরই। তাই এই ম্যাচেই ভাগ্য নির্ধারন হতে পারে, কার হাতে উঠবে শেষ চারের টিকিট।
তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের টপ অর্ডার ব্যাটার লিটন দাস। তবে তার এই ইনজুরি গুরুতর কিনা তা এখনও জানা যায় নি। পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা, এই বিষয়ে জানা যাবে আগামীকাল। ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে লিটনের বিশ্বকাপ ভবিষ্যৎ।
চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন লিটন। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই ডানহাতি ব্যাটার। ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে জাগিয়েছিলেন জয়ের সম্ভাবনা। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলনেও দেখা যায় নি লিটনকে। তাই শঙ্কা তৈরি হয়েছে সামনের ম্যাচে তার মাঠে নামা নিয়ে।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত