জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নুরুল হক নুর বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই দেশে আর এককভাবে ক্ষমতার কর্তৃত্ব দেখাতে পারবে না কোন দল।
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার বিচার, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে পিআর পদ্ধতিতে।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘স্বৈরাচার খুনি হাসিনাকে হটানো হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। যে বাংলাদেশে সকল মানুষ তাদের ন্যায্য ও বৈষম্যমুক্ত অধিকার ভোগ করতে পারবে। বর্তমানে সারাদেশে যেভাবে লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব শুরু করা হয়েছে তাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভেস্তে যেতে চলেছে। নতুন বাংলাদেশে এমন কর্মকাণ্ড আর কাউকে চালাতে দেওয়া হবে না।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চকরিয়া পৌরশহরের জনতা মার্কেট চত্বরে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বলেন নুরুল হক নুর।
তে সভাপতিত্ব করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল কাদের প্রাইম। পথসভায় দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নুরুল হক নুর বলেন, খুনি হাসিনা যেভাবে বিগত ১৭ বছর গুম, খুন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই ধরণের অপকর্ম বাংলাদেশে আর কাউকে চালাতে দেওয়া হবে না।
চাঁদা না পেয়ে বিএনপির চাঁদাবাজরা ঢাকার রাস্তায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে নৃশংসতার মাধ্যমে উল্লাস প্রকাশ এবং খুন করার মধ্য দিয়ে বিএনপি তাদের চরিত্রের স্বরূপ আবারও উম্মোচন করেছেন জানিয়ে ভিপি নুর বলেন, বিএনপিকে বলতে চাই, এমন ঘটনা নতুন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই ধরণের অপকর্ম যারাই করবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে বাধ্য হবে ছাত্র-জনতা।
বক্তব্যের এক পর্যায়ে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় উপ-কমিটির সমন্বয়ক চকরিয়ার সন্তান আবদুল কাদের প্রাইমকে আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের সভাপতি ভিপি নুরুল হক নুর।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত