ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, পুরো কিয়েভ অঞ্চল দখলে নিয়েছে তার দেশের সৈন্যরা।
ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রীর পোস্টের বরাত দিয়ে খবরটি প্রকাশ করলেও এ তথ্যের সত্যতা যাছাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী শনিবার তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আক্রমণকারীদের কাছ থেকে ইরপিন, বুচা, গোসতোমেল এবং পুরো কিয়েভ অঞ্চল মুক্ত করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সংঘাত বন্ধে ইউক্রেন ও রাশিয়ার দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউক্রেন থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া।
পি এস/ এন আই
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত