অদ্য ২৪/১০/২০২২ খ্রিঃ তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপার কানাই লাল সরকার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা-অত্র ইউনিটের আওতাভুক্ত খুলনা জেলার দিঘলিয়া থানাধীন “সাগর জুট স্পিনিং মিলস্ লিঃ” পরিদর্শন করেন। এসময় তিনি, উক্ত কারখানার পাম্প চুরির ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলার (দিঘলিয়া থানার মামলা নং-০৬/৫৯, তারিখ-১২/০৫/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, শিল্প সংক্রান্ত সকল মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে আই পি-৬, খুলনা বদ্ধপরিকর। তিনি শিল্প কারখানার কর্মপরিবেশ ও উৎপাদন কার্যক্রম সমুন্নত রাখতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে মর্মে জানান। এছাড়াও তিনি, শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সমাধানের জন্য মালিক-শ্রমিকের সহায়তা কামনা করেন। তিনি শ্রমিকের বেতন ভাতা যথাসমেয়ে পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানান। কারখানা ও মামলার ঘটনাস্থল পরিদর্শন কালে, মোঃ রবিউল ইসলাম (উপ-ব্যবস্থাপক, প্রশাসন, সাগর জুট স্পিনিং মিলস্ লিঃ), সহকারী পুলিশ সুপার জনাব সাইকুল আহম্মেদ ভূঁইয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আবু রায়হান নুর ও কারখানার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- আলি আবরার । নিরালা, খুলনা থেকে প্রকাশিত